Tuesday, August 12, 2014

Post # 303 কবন্ধ বিগ্রহের কাহিনী

                                                                        ডাউনলোড করুন


কবন্ধ বিগ্রহের কাহিনী( ১৩৮৪ জ্যৈষ্ঠ-১৩৮৫ বৈশাখ)   হরি নারায়ন চট্টোপাধ্যায়ের এক গোয়েন্দা উপন্যাস। শুকতারায় ধারাবাহিক ভাবে চলার পর বই আকারে প্রকাশ পায় ,তবে বর্তমানে ছাপা নেই! দারুন গল্প,কেমন লাগলো জানাবেন। 'দস্তার আংটি' ব্লগএ দেবার পর ডাউনলোডের সংখ্যা দেখে মাঝে মাঝে শুকতারার এই রকম গল্প গুলি দেবার কথা ভাবতেই হচ্ছে !
  





 
 ছবি গুলি যখন 'নারায়ণ দেবনাথের' করা,তখন ওনার সূর্য মদ্ধ গগনে ! অপূর্ব স্কেচ, ছবির মান আলাদা  মাত্রা পেয়েছিল। 


67 comments:

  1. Replies
    1. গল্প টা কেমন লাগলো জানিয়ো !

      Delete
    2. দূর্ধর্ষ্য লাগছে - এখনো অবধি দুটো চ্যাপ্টার পড়েছি - আস্তে আস্তে পড়ছি - কারণ মাত্র তো ১২ তা চ্যাপ্টার - তাই রেখে-সয়ে পড়ছি !! প্রতি চ্যাপ্টারের শেষে লেখক একটা ক্লাইমেক্স রেখে শেষ করছেন, যেটা সাধারনত: ভালো সিরিয়ালেই কেবল দেখা যায় - এটাই হলো দক্ষ লেখকের হাতের গুণ।

      Delete
    3. চিন্তা নেই তাড়াতাড়ি পড়ে ফেলো ! আরও "জাম্ব অফার" আছে !

      Delete
  2. এই সব ছবির কোনো তুলনা নেই !!

    ReplyDelete
    Replies
    1. ঠিক, অরিজিনাল গল্পের ব্যাপারটাই আলাদা ! পরে যে বই টা বের হয় তাতে কিন্তু এই ছবি পাওয়া যাবে না ।

      Delete
    2. যথার্থ বলেছেন। সহমত।

      Delete
  3. sotyi ei sob original illustration er jobab nei.eta notun kore kishore rachana samagra te beriyechhe.erokom aro dharabahik chai.Many thanks for this.

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই দেবো ! অনেক গুলো স্ক্যান করা আছে !

      Delete
    2. এর মধ্যে 6 থেকে 13 পাতাগুলো বড্ড ছোট।পড়তে অসুবিধা হচ্ছে।একটু দেখ।

      Delete
    3. কিন্তু সব পাতা ৩০০ ডি পি আই তেই আছে কিন্তু !

      Delete
    4. Can't make PDF.CBR e page jhapsa aschhe.Please give High Res. pic.

      Delete
  4. Asadharan illustration gulo dekhei monta boita porar jonya uskhush korche Dhanyabad dada

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পড়ে জানিয়ো কেমন লাগলো !

      Delete
  5. d/l hochchhe na...........bolchhe 'no file'.........eta ki amar ekhane error?

    ReplyDelete
    Replies
    1. @som0303..ami to clear file size dekhte pacchi..mone hoy tomar browser er kono problem hocche..

      Delete
    2. মিডিয়া ফায়ার ফাইল ঠিক আছে ,চেক করেছি !

      Delete
  6. @indrada: thanks for uploading this unique story..amar icche ache debgirir danob r abhispoto murti duto eksonge dewar..dekha jak..

    ReplyDelete
    Replies
    1. সাধু সাধু। কিন্তু আন্তর্জাল থেকে ঐ বইদুটো নামানোর লিঙ্ক কি করে পাব জানাবেন। আপনি কি আপনার ব্লগে পোস্ট করবেন?

      Delete
    2. Walker "দেবগিরির দানব" টা পুরো স্ক্যান করা আছে ,তুমি "অভিসপ্ত মূর্তি" টা দাও ।

      Delete
    3. ব্লগের নামটা কি ? হয়তো already জানি - কিন্তু এখানে নাম-vs-ব্লগ co-relate করতে পারছি না

      Delete
    4. RETURN OF THE INDRAJAL COMICS .আমার ব্লগের "থাম নেল" এ পাবে ওঁর ব্লগ !

      Delete
  7. একটু অন্য কথা বলছি, ফেবুতেও বলেছি...এবার থেকে পিডিএফ ফরম্যাটে দিতে শুরু করতে পারো, অতি সহজেই হয়ে যাবে, "হাই কোয়ালিটি" না হোক তার কাছাকাছি যাবে অল্প পরিশ্রমেই :)

    ReplyDelete
    Replies
    1. "স্ক্যান টেলর" টা দাও বন্ধু !

      Delete
    2. http://scantailor.sourceforge.net/?q=en/node/3

      Delete
    3. ধন্যবাদ সোমনাথ ! অনেক উপকার হোল !

      Delete
  8. 'দেবগিরির দানব' কি রাজকুমার মৈত্র-এর লেখা ? এটাও বহুদিন হলো পড়িনি - পেলে দারুন হবে !!

    @Suku-দা - অনেকেই কিন্তু নানান image-viewer apps use করে পড়ে - আর image হিসাবে পেলে নিজের খুশিমতো কমপ্রেস করে পিডিএফ বানানো যায়।

    ReplyDelete
    Replies
    1. বেশতো, ইমেজ অর্থাৎ cbr/cbz হিসেবেই না হয় দিলো, কিন্ত স্ক্যানটেলরে ফেললে ইমেজগুলোই অনেক ঝকঝকে হয়ে যাবে :)

      Delete
    2. হ্যা ইমেজ হিসাবেই তো ভাল, রার ফাইল করলেই হল।

      Delete
    3. কুন্তল‏দা 'দেবগিরির দানব' স্ক্যান করা আছে ! অভিসপ্ত মূর্তি" ওয়াকার কে দিতে বোলো !

      Delete
  9. দারুন পোস্ট ইন্দ্র । অনেক দিন ধরে পাঠককুল অপেক্ষায় ছিলেন । আজই পড়ে ফেলতে হবে । তবে "নক্ষত্রের দেশে টুটুল্" অসমাপ্তই পাই । কী আর করা যাবে ?

    ReplyDelete
    Replies
    1. না না,আমি ভুল দেখে ছিলাম ওটা বহু দিন বন্ধ থাকার পর আশ্বিন ১৩৯০ তে প্রকাশ পেয়ে ছিল , আমার নজর এড়িয়ে গেছিল । ওটা পুরো আছে !

      Delete
    2. যাক পুরোটা পাওয়া গেছে? দারুন খবর ইন্দ্র। আজ "নক্ষত্রের দেশে টুটুলের" অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে। আপনি ছাড়া এইসব বিরল সাহিত্য পাওয়া যেত না।

      Delete
    3. যাবে হয়তো তবে কঠিন বাপার,আমি হাড়ে হাড়ে বুঝছি । এমন ও হয়ছে ১ টা বইএর জন্য বাঁধান ১২ টা এক সঙ্গে কিনতে হয়েছে,১১ টাই স্পেয়ার।

      Delete
  10. নক্ষত্রের দেশে টুটুল টা তো খুঁজে পাচ্ছি না, ওটা কি এখনও দেন নি?

    ReplyDelete
    Replies
    1. না, ইন্দ্র এখনো ঐ বইটা দেয়নি। এই পোস্টে শুধু "কবন্ধ বিগ্রহের কাহিনী" আছে। আশাকরি পরবর্তী পোস্টে ইন্দ্র "নক্ষত্রের দেশে টুটুল" দেবে। কিন্তু যেহেতু উপন্যাসটা পুরোটা প্রকাশিত হয়নি তাই শেষটা বাদ থাকবে। এই পোস্টে ইন্দ্রের মূল লেখায় এই ব্যাপারটার উল্লেখ আছে।

      Delete
    2. নক্ষত্রের দেশে টুটুল কিন্তু পুরোটাই পাওয়া গেছে, যেটা ইন্দ্রনাথ পরের দিকে বলেছে - সুতরাং এক সময় ওটা পুরোটাই পাওয়া যাবে :)

      Delete
    3. ঠিক এটা আমি 'ফেস বুক' এও লিখেছি ! আমি ওটা পেয়ে গেছি ! ১৫ অগাস্ট পোস্ট করবো !আশ্বিন ১৩৯০ সংখ্যায় খুঁজে পাই ।

      Delete
    4. আজ পাওয়া যাবে? দারুন। ফাটাফাটি।

      Delete
    5. আজ না, কাল দেবো !

      Delete
  11. amar ofc er comp e MF a/c e kono prblm hochchhe! onyo jaiga theke namie nilam........thanku dada
    sishar angti khub njoy korechhi.....etao jome jabe! erokom purono ratno pele aro dio

    ReplyDelete
    Replies
    1. এর মধ্যেই 'দস্তার আংটি' 'সীসার' হয়ে গেল ? এত দ্রুত দাম কমালে চলবে কি করে !!!

      Delete
    2. sorry sorry ....ami 'Dastar angti' mean korte cheyechhilam............tabe Bimal Kar (ei re surname ta thik holo ki?) er Sishar angti nam e 1ta golpo/uponyash achhe na?

      Delete
    3. "সীসার আংটি"ও চাই নাকি ? ছোট আনন্দমেলায় বের হতো, পুরো টাই আছে !

      Delete
    4. এবারে কিন্তু তোমার কান, "চাই-চাই-চাই-চাই শব্দে " ঝালা-পালা হয়ে যাবার সময় হয়ে এসেছে... ENT স্পেশালিস্ট-এর contact হাতের কাছে রাখতে হবে....

      Delete
    5. হেঃ হেঃ । আমি তা জানি , তাই আগেই স্ক্যান করে রেখেছি । শুধু ছাড়বো ।

      Delete
    6. @Indra da, Sishar angti dite paro tabe aage Shuktarar ei sab ratno...pore anandamelar!....purono anandamela (specially chhoto gulo) khub valo chhilo kintu purono shuktara r kishor bharati (pujo sankhya) durdanto!
      Purono Kishor bharatir 'Runu' (lekhoker naam Shayamadas Bandopadhyay (probably)) series tar apekshai achhi.......karor kachhe achhe ki?

      Delete
    7. 2-3 টে আমার কাছে আছে , দেখতে হবে ।

      Delete
    8. শীষের আংটি টা কি পাওয়া যাবে ইন্দ্র? খুব ভালো হয়

      Delete
    9. অবশই যাবে ! পূজাল আগেই দেবো !

      Delete
  12. eta pora suru korechhi..fatafati.........tabe ami android phone e 'comics reader' e porchhi..........ote size ta ektu chhoto lagchhe! size adjust kore kise pora jabe?

    ReplyDelete
    Replies
    1. আমার idea নেই !

      Delete
    2. jodi keu android device jemon tab/mob/fablet e eshob bhalobhabe porte chan tobe google market theke "ebookdroid" apps ti dl kore tarpor pore dekhun

      Delete
  13. rar file extract korar jonyo bohu apps o paoa jaay. extracted file e book droid e bhalo pora jaay....:)

    ReplyDelete
  14. Dastar Angti kon blog e post korechen?

    ReplyDelete
  15. Dastar Angti kon blog e post korechen?

    ReplyDelete
    Replies
    1. একটু কষ্ট করে খুঁজলেই পেয়ে যেতে - anyway, here is the link: http://indraindrajal.blogspot.com/2014/06/post-283-sudhindra-nath-rahas-story.html

      Delete
  16. কিননর কৈলাস রহস্য ছোটবেলায় পড়েছিলাম। পাওয়া যাবে?

    ReplyDelete
  17. কবন্ধ বিগ্রহের কাহিনী আমি ডাউনলোড করতে পারছি না।কেউ সাহায্য করতে পারবে?আমি আমার ছেলেবেলা আবার ফিরে পেলাম।আমার বয়স এখন ৬০।

    ReplyDelete
  18. কবন্ধ বিগ্রহের কাহিনী আমি ডাউনলোড করতে পারছি না।কেউ সাহায্য করতে পারবে?

    ReplyDelete
  19. Kobondho bigroher kahini download link e file missing bolche... please dekhun

    ReplyDelete
  20. Not able to download, plz help

    ReplyDelete
  21. Kobondho bigroher kahini porlam recently in Kishore somogro by Harinarayan Chattapadhyay, kintu Narayan Debnath er ei osadharaon skect gulo missing chilo. Dhanyabad. Kinnor koilash rahasya pawa jabe ki ?

    ReplyDelete
  22. ইন্দ্রদা এটা রি-আপলোড করা যাবে?

    ReplyDelete