Friday, May 29, 2015

Post # 367 Bish Konnya By Tushar Chatterjee

                                                                   
                                                                       ডাউনলোড করুন





ধুলোখেলা ব্লগে প্রথম আমি কলরব পত্রিকা সম্পর্কে জানতে পারি ... সম্পাদক ছিলেন শ্রী রবিদাস সাহা রায়... সেপ্টেম্বর ও অক্টোবর ১৯৭৫ সালের দুটি সংখ্যায় গোয়েন্দা নিশীথ রায়ের শেষ দুটি কিস্তির পাতা থেকে জানতে পারি 'ইনকা রাজের গুপ্তধন' গল্পটির কথা... ঐ ব্লগেও এই কমিকস্‌ টি কমপ্লিট করার মতো সবকটি সংখ্যা নেই ... তবে আশায় বসে রইলাম কোনদিন হয়তো পেয়ে যাবো। গোয়েন্দা নিশীথ রায়ের এই একটি কমিকস্‌ ই সংগ্রহ করতে বাকি রয়ে গেল। 


কলরব পত্রিকা ১৯৭৫ অক্টোবর সংখ্যা শেষ কিস্তি

কলরব পত্রিকা ১৯৭৫ সেপ্টেম্বর সংখ্যা


 গোয়েন্দা নিশীথ রায়ের কমিকস্‌ গুলি...  

১.সখের গোয়েন্দা নিশীথ রায় -৪১ পাতা  (শুকতারা
২.মরনের বেড়াজাল ৪৬ পাতা  (শুকতারা )

.ইনকা রাজের গুপ্তধন(কলরব পত্রিকা) । 
৪.কালো বাঘের থাবা -৫৮ পাতা (শুকতারা )  
৫.দানবের হাতে নিশীথ রায় ৩৬ পাতা      
৬.ডাকিনীর রাত -৩৬ পাতা   
৭. বিষকন্যা ১২ পাতা (নবকল্লোল)।
৮.ভঙ্করের জাগরণ  (নব কল্লোল)।
৯। মরন ফাঁদে নিশীথ রায় (প্রকাশিত হয়নি)।






আজ থাকলো  গোয়েন্দা নিশীথ রায় সিরিজের একটি কমিকস্‌, প্রাপ্ত বয়স্কদের জন্য এই কমিকস্‌ টি নব কল্লোল এ প্রকাশিত হয় আশ্বিন ১৩৭৯ অর্থাৎ অক্টোবর ১৯৭২ ।   
                                         
                                                        শ্রী তুষার চ্যাটার্জি

থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর পাশে একটি বাড়িতে ( নিচে হমিওপ্যাথি ওষুধের দোকান আছে) অবিবাহিত ছিলেন ,আদি নিবাস পূর্ব বঙ্গে । দেখতে সুপুরুষ ছিলেন, খুব পান খেতেন, পাঞ্জাবী পাজামা পরতেন ,কাঁধে থাকতো শান্তিপুরি ঝোলা, খুব অল্প সময়ে অনেক কাজ করতেন বলে অলঙ্করেণের মান সব  সময় ঠিক থাকতো না, শুকতারা,নবকল্লল,কলরব পত্রিকায় অলংকরণ করতেন । দেব সাহিত্য কুটিরের থেকে একটি মূল্যবান পাণ্ডুলিপি নিয়ে বাসের থেকে হারিয়ে ফেলেন (কমিকস্‌ আঁকার জন্য নিয়ে ছিলেন) ,তাই ওনাকে খুব অপমানজনক কথাবলা হয়, তাই দেব সাহিত্য কুটিরের সাথে সম্পর্ক ত্যাগ করেন, পরে 'রসা রোডে' একটি আঁকার ইস্কুল খোলেন ,গানবাজনার জলসা করতেন বাড়িতে, কালী পূজা হতো বলেও শুনেছি । ময়ূখ চৌধুরীর সঙ্গে বাড়ির সামনের রকে সপ্তহে ১-২ দিন আড্ডা মারতেন , দিলিপ দাসের সঙ্গে যৌথ কমিকস্‌ প্রকাশ করেন ( যদিও অমি দেখিনি) , ৬৫-৬৭ বছর বয়সে (আনুমানিক)২০০৭ সালে ঘুমের  মদ্ধে হৃদরোগে মারাজান।   

              









Monday, May 25, 2015

Post # 366 Boka Ginny By Moitrayee Mukhopadhay

                                                                         ডাউনলোড করুন





আমার মনেহয়  মৈত্রেয়ী মুখোপাধ্যায় এর শেষ ও শ্রেষ্ঠ কমিকস্‌ অলংকরণ  বোকা গিন্নীর কাহিনী , প্রকাশ কাল ফাল্গুন ১৩৮৫ থেকে জ্যৈষ্ঠ ১৩৮৭ । ১৩৮৭-৮৮ পর অদ্ভুত ভাবে মৈত্রেয়ী মুখোপাধ্যায় হারিয়ে যান, এর পর ওনার কোন অলংকরণ ও কমিকস্‌ দেখা যায়নি । আশা করি এই কমিকস্‌ টি ও আপনাদের ভালো লাগবে ।


                          




Friday, May 22, 2015

Post # 365 Boka Hiru By Moitrayee Mukhopadhay

                                                                      ডাউনলোড করুন                                           

আজ মৈত্রেয়ী মুখোপাধ্যায়ের আরো একটি কমিকস্‌ থাকলো, প্রকাশ কাল - অগ্রহান ১৩৭৯ - বৈশাখ ১৩৮০। অনেক অনেক দিন আগের কথা, এক গ্রামে থাকতো এক কলু , তার কাছে কাজ করতো ৩ টি ছেলে...একদিন সে বল্ল যে - তার জন্য যে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ ঘোড়াটি এনে দিতে পারবে কলু তাকে দিয়ে যাবে তার ঘানিটি । হিরু ছিল সবথেকে বোকা,জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সে গিয়ে উঠলো ‘বিড়ালদের’ প্রাসাদে  ...তারপর...।    



 
















Thursday, May 21, 2015

Post # 364 Ghugur Bhai Faad By Moitrayee Mukhopadhay

                                                          

                                                                       ডাউনলোড করুন






 মৈত্রেয়ী মুখোপাধ্যায়ের 'ঘুঘুর ভাই ফাঁদ' প্রকাশিত হয়েছিল মাঘ ১৩৮১ (1974) থেকে  জ্যৈষ্ঠ ১৩৮৩ অবধি, অলংকরণ  খুব উঁচু মানের না হলেও অসাধারন মজার গল্প , এই রকমের গল্পের কমিকস্‌ গুলো পড়লে রুপকথার জগৎ এ হারিয়ে যেতে হয় !
  মৈত্রেয়ী মুখোপাধ্যায় সম্পর্কে বেশি কিছু জানা যায়না , শুনেছি যে থাকতেন 'মানিকতলার' কাছে , সরকারী চাকুরী করতেন ! উনি বেঁচে নেই এটুকু জানি ! শুকতারায় বেশকিছু গল্পে টানা কয়েক বছর অলংকরণ   করেন ! 'ঘুঘুর ভাই ফাঁদ'ছাড়া ও  'বোকা হিরু' ও 'বোকা গিন্নি' কমিকস্‌ দুটি  (শুকতারায়)  ওনার করা । তা ছাড়া রবিদাস সাহারায় সম্পাদিত 'কলরব' পত্রিকায় তে ও ওনার অলংকরণ ও কমিকস্‌ দেখা যায়।








Tuesday, May 19, 2015

Post # 363 Brischiker Podokkhep BY Indronil Ghosh

                                                                     ডাউনলোড করুন



বহুদিন ধরে ব্লগের অনেক পাঠকের ইচ্ছা ছিল বৃশ্চিকের পদক্ষেপ দেওয়া হোক, আজ তাঁদের ইচ্ছা পুরন করে ভালো লাগছে , ছাপা হতো শুকতারায় , অন্য গুলি ছাপা হয়ে ছিল 'সন্দেশে' ও 'কিশোর ভারতী' তে , এটি প্রকাশিত হয়ে ছিল  শুকতারা !  







Saturday, May 16, 2015

Post # 362 JUGAY JUGAY By Dilip Das

                                                                        ডাউনলোড করুন





















যুগে  যুগে পোস্ট করবার ইচ্ছা বহুদিন ধরে ছিল ,স্ক্যান ও হয়ে গেছিল প্রায় ২ বছর আগে, কিন্তু পাতা গুলো ঘষা মাজার সময় পাচ্ছিলাম না, যুগে  যুগে শুরু হয়ে ছিল ১৩৮৩ বৈশাখ এ, শেষ হয়ে ছিল ১৩৮৮ বৈশাখ এ।  পৃষ্ঠা সংখ্যা ১২২ ,৬১ টি শুকতারা  টানা স্ক্যান করে কমিকস্‌ টি দিলাম ! শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ জীবনী থেকে এই কমিকস্‌ করেন শিল্পী 'দিলিপ দাস'।
শিল্পী 'দিলিপ দাস' সম্পর্কে কয়েকটি কথা বলা প্রয়জন, থাকেন হাওড়া শিবপুরে , নারায়ণ বাবুর বাড়ির কাছেই,সল্প ভাষী মানুষ , নিরীহ প্রকিতির মানুষ , তাই হয়তো কিছু প্রকাশক জলের দামে করে নিতে চাচ্ছে ওনার করা সমস্ত কমিকস্‌ নিয়ে সামগ্র । আর ওনার কাছে কোন "হার্ড কপি' ও নেই ।
দিলিপদা ডাকলেই সব অনুষ্ঠানে আসেন, ওনার করা শুকতারার সমস্ত কাজ আমার কাছে সযত্নে আছে , কথা ও হয়েছে যে কোন সময় উনি এগুলি কোন রকম সর্ত ছাড়া পাবেন আমার থেকে ! কোনদিন যদি 'দিলিপ দাস' কমিকস্‌ সামগ্র হয় তবে আমরা কমিকস্‌ প্রেমীরা সবথেকে খুশি হবো ।

 



ভূতের পাল্লায় শ্রীরামকৃষ্ণ




২৪ জানুয়ারীর একটি অনুষ্ঠানে দিলিপ দাস

Friday, May 15, 2015

Post # 361 Bengali Indrajal Comics No.308





                                                                            ডাউনলোড করুন
                                                       স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)






                                                                    



               

মক্সলি বিশ্ববিদ্যালয়ে যাদু দেখাতে যাবার পথে ম্যানড্রেক কতো গুলি ঘটনার মুখো মুখি হয় মনে আছে তো সবার ? না থাকলে মনে করিয়ে দিচ্ছি আবার !
মক্সলি আসার পর ম্যানড্রেকের স্বিকারউক্তি,যে যে ঘটনার মুখে তাদের পড়তে হয়েছিল । 




























মক্সলি আসার পথে পড়তে হয়ে ছিল ভূতুড়ে পাল্লায়





















 




মক্সলি আসার পথে মিঃ ভারির কাহিনী ! ইন্দ্রজালে নেই ।

























মক্সলি আসার পথে এই গল্পটতে  ম্যানড্রেকএর গাড়ি চুরি যায়

Tuesday, May 12, 2015

Post # 360 Bengali Indrajal Comics No.307

                                                                      ডাউনলোড করুন
                                              স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)


 চোরা শিকারির দল স্বর্গ দ্বীপে আসলো জন্তু জানোয়ার শিকারে ! কিন্তু তাঁরা সামনা সামনি হোল হিজ্‌ ও বেতালের পোষা 'ডাইনোসর' হিসে্‌র,তারপর.........।

 


 
 গত কালকের আনন্দবাজার পত্রিকায় 'কলকাতার কড়চা' বিভাগে  ১৭৭৮ এ আমার ও শান্তনু ও অন্যান্য দের  লেখা সম্পর্কে বের হোল প্রতিবেদন ।




ছোটবেলার কিছু সৃতি আজ ও অমলিন, একবার ছোটবেলায় বাবার পুরো পূজার 'বোনাসের' টাকা টা পকেটমার হয়ে যায়, সেবার আর পুজায় আমাদের দুই ভাইয়ের জামা কাপড় হোলনা। বাবা ছিলেন সামান্য সরকারী কেরানী,তাঁর পক্ষে ঐ টাকাটা ছিল পূজার সম্বল , আমার এখনো মনে আছে সেবার আমাদের জন্য বাবা অনেক গুলি 'সোভিয়েত' বই এনে দেন ! 
তাছাড়া আমার অক্ষর জ্ঞান হবার আগে আমার যখন মাত্র ৩ বছর বয়স তখন "উঃবাবারে" বলে একটি  সোভিয়েত' ছবির বই আমার সম্পূর্ণ মুখস্ত ছিল, এর পর বড় হলাম 'মা' প্রত্যেক বছর পূজার সময়  বেস কয়েকটি করে সোভিয়েত বই কিনে দিতেন রাজনৈতিক দলের স্টল গুলি থেকে ! 
এখন ১২৫ টির উপর সোভিয়েত' বই আমার সংগ্রহে , খেয়াল করে দেখতাম প্রায় ৮০% বইয়ের অনুবাদক হয় "ননী ভৌমিক" বা "অরুন সোম", এই ব্লগ যখন শুরু করি ২ বছর আগে তখন ঠিক করি কমিকস্‌ এর সাথে সোভিয়েত বই গুলিও এই ব্লগে দেবো, কিন্তু তার পর পরই পরিচয় হোল   প্রসেনজিৎ দা (পিব্যান্ডস), সোমনাথের সঙ্গে, আপনারা নিশ্চয়ই আমার ব্লগের "থাম নেল" এ ওঁদের ব্লগের লিঙ্ক নিশ্চয়ই দেখে ছেন। কি অসম্ভব পরিশ্রম করে ওঁরা ঐ ব্লগটা চালাচ্ছে, সকাল ৬ টায় বাড়ি থেকে বের হয়ে  ৭ টায় অফিস ঢুকে A3 'সাইজের' বই গুলি স্ক্যান করে...অফিস ছুটির পর লোকের বাড়ি বাড়ি গিয়ে বই ধার নেওয়া ফেরত দেওয়া...বা বাইকের তেল পুড়িয়ে দক্ষিন থেকে উত্তরে এসে বই সংগ্রহ করে...ঘণ্টার পর ঘণ্টা এডিট করে চোখের ক্ষতি করে ওঁরা ব্লগ টি চালাচ্ছে ।
অনুবাদন  "ননী ভৌমিক" মারা গেছেন ১৯৯৫ সালে, "শ্রীঅরুন সোম" জীবিত আছেন , ৭৫ ঊর্ধ্বে বয়স , মস্কোয় ছিলেন বহুদিন ।ওখানে বসেই 'রাদুগা' ও 'প্রগতি' প্রকাশনার  থেকে বহু বই অনুবাদ করেন । 
গত ১ লা মে বন্ধু সোমনাথের বাড়ি লাঞ্চ এ পরিচয় হোল অরুন বাবুর সঙ্গে ও মিসেস সোমের সঙ্গে, জানালেন সুযোগ পেলে আবার অনুবাদ করতে চান । "আনাড়ির কাণ্ডকারখানা" মোট ১৭ টির অনুবাদ করেন, এবার করতে চান বাকি গুলো যদি সুযোগ পান  । 

সোভিয়েত ব্লগে অরুন সোমের লেখাটির লিঙ্ক দিলাম পড়তে হলে এই খানে ক্লিক করুন 





সোমনাথের বাড়ি লাঞ্চ, অরুন সোমের সঙ্গে আমরা।

















অরুন সোম ও মিসেস সোম















চলছে সোভিয়েত ব্লগে পোস্টের প্রস্তুতি















Saturday, May 9, 2015

Post # 359 Bengali Indrajal Comics No.306



     স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)


বাঘার কাহিনী ২ য় ভাগ ও সঙ্গে ৮ এর ষষ্ঠ বাহু ধংসের কাহিনী । 










এই সপ্তাহের সংবাদ পত্রে
 গত ১৯ এপ্রিল ২০১৫ সিঁথির মোড়ে গিয়েছিলাম বন্ধু ;সোমনাথ দাসগুপ্তর' সঙ্গে ডঃ অশোক কুমার রায়ের" বাড়ি, কারণটা ধরতেই পারছেন !!!(বই)। সম্প্রতি সোমনাথ রিসার্চ করছে বাংলার হারিয়ে যাওয়া পত্রিকা গুলি নিয়ে, সেই সুত্রেই ও অনেক বার অশোক বাবুর বাড়ি যায় ।
একটি দোতালা বাড়ির সিঁড়ি ঘর থেকে রান্না ঘর...একটি খাট ছাড়া বাকি সব গুলিতে শুধু বই আর বই ১১-১২ টা ঘর ভর্তি ৪০০০০ হাজার বই ,২০০০০ হাজার পত্রিকা , বলে দিতে পারেন কোন তাকে কোন কোনায় কি বই আছে , বিষয় বস্তু কি ! কোন ঘরে শুধু ধর্ম, শাস্ত্রর বই কোন ঘরে বাংলার জেলা গুল নিয়ে লেখা ইতিহাসের প্রায় ১০০ বই, রবিন্দ্রনাথের লেখা বই হয়তো ৭০০ টা আর রবিন্দ্রনাথকে নিয়ে লেখা বই ১০০০ টা । বিজ্ঞান ,ধর্ম, শাস্ত্,সঙ্গিত,ইতিহাস, কি নেই ! আমার পছন্দের ঘর টি(শিশু ও কশোরদের)
দেখেও অবাক হলাম, নিজে লিখেছেন ২২০০ উপর প্রবন্ধ ।
"উপেন্দ্র কিশোরের" 'সন্দেশের' নতুন করা ৩ টি বই সবটাই ওনার জীর্ণ প্রথম সন্দেশের কপি গুলি থেকে করা ,  ডি-লিট করতে রিসার্চ করতে বহু মানুষ পান বিনিময় ছাড়া উপকার ।
হাত পায়ের যোর কমে এসেছে, এক সময় ছিলেন নর্থ পোল এ , এস্কিমো দের প্রজনন ক্ষমতা কমে জাওয়ায় U.N এর থেকে ওখানে জান , ঠাণ্ডায় অসাড় হাত পা আর 'নরমাল' হয়নি । স্ত্রী গত হয়েছেন ১০ বছর আগে , শুধু লাইব্রেরি টা কারুর হাতে বা কোন সংস্থার হাতে তুলে দিতে চান, জারা দিতে পারবে কিছুটা জমি , করতে হবে নুতন লাইব্রেরি, এই বাড়ির প্রায় ভগ্ন দশা, রাখা যাবেনা বেশিদিন ! সেই আশাতে বেঁচে আছেন ৭৫ বছরের বৃদ্ধ।




৫/৫ কালীচরণ ঘোষ রোড





কম্পিউটার এ তৈরি হচ্ছে বইয়ের লিস্ট





সোমনাথের সঙ্গে










খাট ও বইয়ে ভরা





শোবার ঘরে সর্বত্র বই

















ওনার লেখা একটি বই


সোমনাথের বিষয়, হারিয়ে যাওয়া পত্রিকা ।